ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
https://parstoday.ir/bn/news/event-i137828-ইরানের_প্রেসিডেন্টের_মৃত্যুতে_বাংলাদেশের_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনার_শোক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২০, ২০২৪ ১৭:৩৯ Asia/Dhaka
  • শেখ হাসিনা- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    শেখ হাসিনা- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং তাদের সঙ্গীরা নিহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জ্ঞানী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি তার দেশের জনগণের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন ও জনগণের জন্য নিঃস্বার্থ কাজ করেছেন। আন্তর্জাতিক রাজনীতিতেও ছিলেন অনন্য উচ্চতায় এবং তার অনুকরণীয় নেতৃত্ব আমাদের জন্য আদর্শ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ইরানের জনগণএই শোক কাটিয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/২০