আইসিসি’র পরবর্তী টার্গেট আমরা: মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
https://parstoday.ir/bn/news/event-i137922
মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত যদি ইসরাইলের প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে এর পরবর্তী টার্গেট করবে আমাদের। এ কাজে সংস্থাটি মোটেই দ্বিধা করবে না।”
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২৩, ২০২৪ ১৮:৪৮ Asia/Dhaka
  • সিনেটর লিন্ডসে গ্রাহাম
    সিনেটর লিন্ডসে গ্রাহাম

মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত যদি ইসরাইলের প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে এর পরবর্তী টার্গেট করবে আমাদের। এ কাজে সংস্থাটি মোটেই দ্বিধা করবে না।”

আইসিসি’র প্রসিকিউটর করিম খান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন। তিনি বলেছেন, এই দুই ব্যক্তি গাজা আগ্রাসনে যুদ্ধাপরাধ এবং মানবতা-বিরোধী অপরাধের জন্য দোষী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। 

এ সম্পর্কে গ্রাহাম মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির শুনানিতে বলেন, "আমরা আশা করি একসাথে আইসিসির বিষয়ে আমাদের অসন্তোষ নথিভুক্ত করার একটি উপায় খুঁজে বের করব কারণ তারা যদি ইসরাইলের সাথে এটি করে তবে এর পরেই আমরা আছি।"  সিনেট কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বক্তব্য রাখেন। 

গ্রাহাম বলেন, আমেরিকাকে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। শুধু আমাদের বন্ধু ইসরাইলকে সাহায্য করার জন্য নয়, বরং সময়ের সাথে সাথে নিজেদের রক্ষা করার জন্যও।" তিনি বলেন, এই আদালত "আফগানিস্তানে আমাদের সৈন্যদের পিছনে লাগার চেষ্টা করেছিল।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।