জীবন্ত পুড়ে মারা গেছে নারী ও শিশু, নিহতের সংখ্যা বেড়ে ৫০ 
https://parstoday.ir/bn/news/event-i138038-জীবন্ত_পুড়ে_মারা_গেছে_নারী_ও_শিশু_নিহতের_সংখ্যা_বেড়ে_৫০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন।  বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ব্রিটিশ চ্যাপ্টার গতকাল (রোববার) এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০২৪ ১৫:০৮ Asia/Dhaka
  • জীবন্ত পুড়ে মারা গেছে নারী ও শিশু, নিহতের সংখ্যা বেড়ে ৫০ 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন।  বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ব্রিটিশ চ্যাপ্টার গতকাল (রোববার) এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছে।

গতকাল দিনের প্রথম ভাগে ইসরাইলের যুদ্ধবিমান থেকে রাফা শহরের উত্তর-পশ্চিমে কয়েকটি অস্থায়ী আশ্রয় লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। 

অ্যাকশন এইড বলছে, অস্থায়ী এই তাবুগুলোকে নিরপরাধ বেসামরিক লোকজনের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এখন সেগুলো ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এসব আশ্রয়স্থলে বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

ইহুদিবাদী ইসরাইলের এই বর্বরতার প্রতিক্রিয়ায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামলাকে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশের প্রতি জঘন্য অপমান বলে উল্লেখ করেছে।

রাফায় ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য সংগঠনটি তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে সব পক্ষকে বিশেষ করে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।