মে ২৮, ২০২৪ ১১:৩৯ Asia/Dhaka
  • ‘প্রতিবেশীদের মধ্যে শক্তিশালী সম্পর্ক মধ্যপ্রাচ্য থেকে বিদেশীদের বহিষ্কার করবে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি শক্তিশালী বন্ধন থাকে তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিগুলো বহিষ্কার হতে বাধ্য হবে। গতকাল (সোমবার) রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল-বুসাইদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান-সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা গত সপ্তাহে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য ওমানি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে আসেন।

সংবাদ সম্মেলনে আলী বাকেরি কানি বলেন, আজ আমরা বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে সুসংহত করছি এবং আমাদের প্রতিবেশীদের সাথে বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করছি।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে যেকোনো ধরনের দূরত্ব নিরসন করবে ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা এবং তা বন্ধের উপায় নিয়ে আলোচনা ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনিপাশাপাশি গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনিদের কাছে মানবিক ত্রাণ পাঠানোর বিষয় নিয়েও দুই মন্ত্রী কথা বলেনএ বিষয়ে ইরান এবং ওমান সহযোগিতা জোরদার করবে বলে জানান বাকেরি 

সংবাদ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরাইলি গণহত্যা এবং গাজায় ধ্বংসযজ্ঞ এবং দুই দেশের অভিন্ন স্বার্থ নিয়ে তিনি ইরানি বাকেরি কানির সাথে আলোচনা করেছেন। ওমানি পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজায় গণহত্যা অবসানের লক্ষ্যে উল্লেখযোগ্য চেষ্টা চলছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ