রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লাখ মানুষের সমাবেশ
(last modified Sun, 02 Jun 2024 06:43:20 GMT )
জুন ০২, ২০২৪ ১২:৪৩ Asia/Dhaka
  • বুদাপেস্টে সমাবেশ
    বুদাপেস্টে সমাবেশ

রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের দাবিতে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরির লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর যে নীতি নিয়েছে তার তীব্র বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ শেষে এক সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়ার জন্য ব্রাসেলসকে দায়ী করেন। রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা চেইন ব্রিজ থেকে শুরু করে দানিউব নদীর মার্গারেট দ্বীপে গিয়ে তাদের বিক্ষোভ শেষ করেন।

বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরির পতাকা শোভা পায় এবং তারা ‘যুদ্ধ নয়’, ‘আমাদেরকে শান্তি দাও’ স্লোগান দেন। বুদাপেস্টের বিক্ষোভকারীরা মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপকে না টানার দাবি জানান।

প্রধানমন্ত্রী ওরবান বলেন, শান্তির জন্য এর আগে কখনও এত বেশি মানুষকে একত্রিত হতে দেখা যায়নি। তিনি বলেন, ইউরোপকে যুদ্ধে জড়ানোর জন্য তাড়াহুড়ো করা বন্ধ করতে হবে কারণ, এটি তার ধ্বংস ডেকে আনবে। ওরবান বলেন, দু’টি বিশ্বযুদ্ধে হাঙ্গেরির ১৫ লাখ মানুষ নিহত হয়েছে; কাজেই আমরা আর কোনো যুদ্ধ চাইতে পারি না।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সসহ আরো কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার দাবি জানাচ্ছে।

তবে হাঙ্গেরি ছিল এর ব্যতিক্রম। দেশটি শুরু থেকে ইউক্রেনকে সহযোগিতা করার বিরোধিতা করে এসেছে। ইইউ রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও তীব্র সমালোচনা করে বুদাপেস্ট বলেছে, রাশিয়ার কাছ থেকে পাওয়া জ্বালানি সরবরাহ নিজের জন্য বন্ধ করে দিয়ে ইইউ নিজেই নিজের বুকে ছুরি মেরেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ