জুন ০৫, ২০২৪ ১৭:৩৮ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফ্রান্সের সেনারা যদি ইউক্রেনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে আসে তাহলে তারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 

ইউক্রেনে ফরাসি সেনারা প্রশিক্ষণ কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য শিগগির দেশটিতে আসছে বলে কিয়েভের কর্মকর্তারা তথ্য প্রকাশ করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। গতকাল (মঙ্গলবার) কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জিন ক্লদ গাকোসোর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরো বলেন, “আমি মনে করি এরইমধ্যে ফ্রান্সের সামরিক প্রশিক্ষকরা ইউক্রেনের মাটিতে রয়েছে। তবে তারা যে নামেই কাজ করুক না কেন- তা হোক সে সামরিক প্রশিক্ষক অথবা ভাড়াটে প্রতিনিধি- তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে। 

গত সপ্তাহে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছিলেন, এরইমধ্যে তিনি ফরাসি সশস্ত্র বাহিনীর সাথে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করেছেন যা ফরাসি সামরিক প্রশিক্ষকদের ইউক্রেনের মাটিতে প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনার পথ করে দেবে। 

এদিকে, গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দপ্তর থেকে বলা হয়েছে, তারা সের্গেই ল্যাভরভের বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করবে না। ইউক্রেনের মাটিতে ফরাসি সামরিক প্রশিক্ষক থাকার কোনো প্রমাণ নেই বলেও দাবি করে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫

ট্যাগ