‘গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে’
https://parstoday.ir/bn/news/event-i138448-গাজায়_গণহত্যা_বন্ধ_না_হওয়া_পর্যন্ত_ইসরাইলে_কয়লা_রপ্তানি_বন্ধ_থাকবে’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০২৪ ১৩:০৯ Asia/Dhaka
  • গুস্তাভো পেত্রো
    গুস্তাভো পেত্রো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

তিনি গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি।” 

গুস্তাভো ওই পোস্টে আরো বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরাইলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লার রপ্তানি বন্ধ থাকবে। 

কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে, গত বছরের প্রথম আট মাসে দেশটি ইসরাইলে ৩২ কোটি ডলারের কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের পাঁচ দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে। 

এর আগে গত পহেলা মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। 

গত আট মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।