হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানালেন সর্বোচ্চ নেতা
(last modified Mon, 23 Sep 2024 06:37:34 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:৩৭ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনি বিস্ফোরণে হতাহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। গতকাল (রোববার) এক বার্তায় তিনি এক শোক প্রকাশ করেন।

শনিবার রাতে গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে খবর প্রচার হলেও পরে ৩১ জন নিহত ও ১৭ জনের আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়। রাজধানী তেহরান থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে তাবাস মরুভূমির কাছে অবস্থিত এই খনির দুটি ব্লকে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে।  

বিস্ফোরণের পর খনিতে আটকা পড়া লোকজনকে বাঁচাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার জন্য সর্বোচ্চ নেতা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। 

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি বলেছেন, খনিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে; সেখানে এখনো ১৭ জন শ্রমিক আটকে রয়েছেন। তিনি আরো বলেন, খনি শ্রমিকরা সুড়ঙ্গের প্রবেশদ্বার থেকে এক হাজার মিটার দূরে আটকা পড়েছে এবং উদ্ধারকারী দলগুলো তাদের থেকে ৪০০ মিটার দূরে রয়েছে।

তাবাস খনি ৩০ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটিকে ইরানের সবচেয়ে সমৃদ্ধ ও বড় কয়লা খনি বলে বিবেচনা করা হয়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ