জুন ১৪, ২০২৪ ১৫:১৮ Asia/Dhaka
  • ‘ইরান-রাশিয়া কৌশলগত সম্পর্ক অপরিবর্তিত নীতির ওপর প্রতিষ্ঠিত’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে সেটি অপরিবর্তিত নীতির ওপর প্রতিষ্ঠিত। গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় তিনি একথা বলেন। 

ইরানি প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে যে নীতি গ্রহণ করা হয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়ন হাওয়া জরুরি। ইরান এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। 

ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন ইরানের সাথে রাশিয়ার সহযোগিতার মাত্রা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিস্তারের গতি প্রকৃতি বিবেচনা করে একে সন্তোষজনক এবং খুবই অনুকূল বলে মন্তব্য করেন। 

এছাড়া, ইরান এবং রাশিয়ার মধ্যে যে পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে যাচ্ছে তার মধ্য দিয়ে দু দেশের সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছাবে বলে মনে করেন পুতিন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এটি হবে একটি আইনগত ভিত্তি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪

ট্যাগ