গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি পণ্য বয়কট করছে বিশ্ব সম্প্রদায়
https://parstoday.ir/bn/news/event-i138652-গাজা_যুদ্ধকে_কেন্দ্র_করে_ইসরাইলি_পণ্য_বয়কট_করছে_বিশ্ব_সম্প্রদায়
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মানবতাবাদী মানুষ ইসরাইলি অন্য বয়কট করছেন। সাম্প্রতিক এক জরিপ রিপোর্টের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। 
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ১৫, ২০২৪ ১৭:৩৩ Asia/Dhaka
  • গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি পণ্য বয়কট করছে বিশ্ব সম্প্রদায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মানবতাবাদী মানুষ ইসরাইলি অন্য বয়কট করছেন। সাম্প্রতিক এক জরিপ রিপোর্টের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। 

জনসংযোগ সংস্থা এডেলম্যানের বার্ষিক ‘ট্রাস্ট ব্যারোমিটার রিপোর্টের সর্বশেষ সংস্করণে প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে- বিশ্বজুড়ে ফিলিস্তিনিপন্থীরা বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জনগণ ইসরাইলি পণ্য বয়কট করছে। যেসব কোম্পানি গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন দিচ্ছে সেসব কোম্পানির পণ্য বয়কট করা হচ্ছে। 

আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ভারত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া-সহ ১৫টি দেশের ১৫০০০ ব্যক্তির ওপর এই জরিপ পরিচালনা করা হয়। এর ফলাফলে দেখা গেছে, এসব দেশের জনগণ পশ্চিমা সেইসব কোম্পানির পণ্য বর্জন করছেন যারা গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন দিচ্ছে।

এই বয়কট আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তেল-গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় কয়েকটি আরব দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। 

এরইমধ্যে বয়কট করা পশ্চিমা ব্র্যান্ডগুলোর কর্পোরেট নেতারা ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত কোম্পানিগুলোর বিক্রয় কমার কারণে লাগাতার ক্ষতির জোরালো প্রভাব অনুভব করছেন। ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পজিনস্কি চলতি বছরের শুরুতে বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যেমন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে তাদের বিক্রি কমে গেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫