ইরান-রাশিয়া সহযোগিতা আঞ্চলিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে: মোখবের
(last modified Sun, 16 Jun 2024 04:23:10 GMT )
জুন ১৬, ২০২৪ ১০:২৩ Asia/Dhaka
  • লিওনিদ স্লাতস্কির সঙ্গে বৈঠকে মোহাম্মাদ মোখবের
    লিওনিদ স্লাতস্কির সঙ্গে বৈঠকে মোহাম্মাদ মোখবের

ইরান ও রাশিয়ার মধ্যে যে ব্যাপকভিত্তিক দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের।

তিনি গতকাল (শনিবার) রাজধানী তেহরানে ইরান সফররত রুশ পার্লামেন্ট দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাতস্কির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।       

প্রেসিডেন্ট মোখবের বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী হওয়ার ফলে তা আঞ্চলিক অঙ্গনে একটি নতুন সমীকরণ তৈরি করতে সক্ষম হয়েছে।  দ্বিপক্ষীয় এ সহযোগিতা দু’দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করবে বলে জানান মোখবের।

তিনি আন্তর্জাতিক নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের কাজ দ্রুত শেষ করার গুরুত্ব তুলে ধরেন। এই করিডোর চালু হলে স্বল্প সময়ে বহু দূরের পথে বাণিজ্যিক পণ্য লেনদেন করা সম্ভব হবে।         

ইরানের প্রেসিডেন্ট রাশত-আশতারা রেললাইন নির্মাণের চুক্তি বাস্তবায়নে তেহরানের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেন। ১৬২ কিলোমিটার দীর্ঘ ওই রেললাইন নির্মিত হলে তা ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতকে আজারবাইজানের আশতারা শহরের সঙ্গে সংযুক্ত করবে।  এই রেলপথ রাশিয়া, আজারবাইজান, ইরান ও ভারতের মধ্যে পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাক্ষাতে স্লাতস্কি বলেন, রাশিয়া ও ইরান দু’দেশের মধ্যে এর আগে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নে বদ্ধপরিকর। রাশিয়া এ ব্যাপারে মোটেও কালক্ষেপণ করবে না। তিনি আরো বলেন, ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে ইরানের সদস্যপদ লাভ তেহরান-মস্কো সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬

 

ট্যাগ