জুন ২০, ২০২৪ ১৪:৩৯ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি ড্রোন হামলা: একজন সামরিক কর্মকর্তা নিহত 

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। এতে সিরিয়ার একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে।

বার্তা সংস্থাটি বলছে, ইসরাইল ড্রোনের সাহায্যে সিরিয়ার কুনেইত্রা এবং দারা প্রদেশের দুটি সামরিক স্থাপনায় হামলা চালায়। গতকাল (বুধবার) সন্ধ্যা সাতটার দিকে ইসরাইল এই হামলা চালিয়েছে। হামলায় একজন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজায় যখন ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং প্রায় ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে তখন দখলদার এই শক্তি মাঝে মধ্যেই সিরিয়ায় হামলা চালাচ্ছে।

এর আগে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় যাতে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক কর্মকর্তা শহীদ হন। ওই হামলার রেশ ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত ১৩ এপ্রিল রাতে ইসরাইলের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালায়।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০

ট্যাগ