জুন ২২, ২০২৪ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলের বিভিন্ন স্থানে হামলা চালালো হিজবুল্লাহ আন্দোলন 

দখলদার ইসরাইলের কয়েকটি স্থানে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা দক্ষিণ লেবাননের দেইর-কিফা গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে বিমান থেকে হামলা চালায়। এতে হিজবুল্লাহর ওই সদস্য শহীদ হন।

জবাবে হিজবুল্লাহ ইসরাইলের রাস নাকুরা সামরিক ঘাঁটিতে এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মে দুটি ইসরাইলে অবস্থানেও রকেট হামলা চালায়। 

এছাড়া, কাফ্‌র শুবা পাহাড়ের আল-সামাকা এবং রামসা ফাঁড়িতে হিজবুল্লাহ যোদ্ধারা সিরিজ হামলা চালিয়েছে। এর বাইরে ইসরাইলের আল-জায়ুরা আর্টিলারি পজিশনে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও নিয়মিতভাবে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ এসব হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২২

ট্যাগ