জুন ২৩, ২০২৪ ১৫:০৪ Asia/Dhaka
  • জো বাইডেনের সঙ্গে বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু
    জো বাইডেনের সঙ্গে বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী মাসে মার্কিন কংগ্রেসে যে বক্তৃতা দিতে যাচ্ছেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে হোয়াইট হাউস। ওই ভাষণে নেতানিয়াহু গাজা যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনায় মুখর হতে পারেন। 

আগামী মাসে আমেরিকা সফরে গিয়ে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা এ সম্পর্কে পলিটিকো ম্যাগাজিনকে বলেন, “কেউ জানে না নেতানিয়াহু ওই ভাষণে কী বলবেন এবং এ নিয়ে জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়েছে।”

চলতি সপ্তাহের প্রথম দিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নেতানিয়াহু অভিযোগ করেন, কয়েক মাস ধরে আমেরিকা ইসরাইলে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ স্থগিত রেখেছে। একে অচিন্তনীয় বলে অভিহিত করেন তিনি।

শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার এ সমালোচনার পক্ষে সাফাই গেয়ে বলেন, কয়েক মাস গোপনে আলোচনা চলার পর সমস্যার সমাধান না হওয়ায় তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং এটি জরুরি ছিল।

এ সম্পর্কে আমেরিকার আরেকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর সাম্প্রতিক সমালোচনা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না বরং কংগ্রেসের অধিবেশনে যদি তিনি সমালোচনামূলক বক্তব্য দেন তাহলে পরিস্থিতি আরো জটিল হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

ট্যাগ