গাজার সমর্থনে আমেরিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে ইয়েমেন: হুথি
https://parstoday.ir/bn/news/event-i139076-গাজার_সমর্থনে_আমেরিকার_ভাবমূর্তি_মারাত্মকভাবে_ক্ষুণ্ন_করেছে_ইয়েমেন_হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল-হুথি বলেছেন, গাজা উপত্যকার সমর্থনে ইয়েমেনের নৌ অভিযানগুলো আমেরিকার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।  তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৮, ২০২৪ ১০:২২ Asia/Dhaka
  • গাজার সমর্থনে আমেরিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে ইয়েমেন: হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল-হুথি বলেছেন, গাজা উপত্যকার সমর্থনে ইয়েমেনের নৌ অভিযানগুলো আমেরিকার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।  তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসইস আইজেনহাওয়ার প্রত্যাহার করে নেয়ার কারণ হিসেবে তিনি ইয়েমেনের নৌ অভিযানগুলোর কথা উল্লেখ করেন।

হুথি বলেন, বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর পরাজয়ের বেশে আইজেনহাওয়ার লোহিত সাগর ত্যাগ করেছে। তিনি বলেন, সুয়েজ খালের দিকে পালিয়ে যাওয়ার আগে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ওই মার্কিন বিমানবাহী রণতরীর ক্ষতি হয়।

ইয়েমেনের এই বিপ্লবী নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইজেনহাওয়ারের মতো অন্য কোনো রণতরী লোহিত সাগরে প্রবেশ করা মাত্র আবার আমাদের হামলার শিকার হবে।

হুথি বলেন, গত নয় মাস ধরে গাজা উপত্যকার ওপর ভয়াবহ গণহত্যা ও পাশবিকতা চালিয়েও ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরাইল। নিজেদের পরাজয়ের কথা এখন ইহুদিবাদী কর্মকর্তাদেরই মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

গাজা উপত্যকার জন্য একটি তাবেদার সরকার গঠন করে সেখানকার মানুষের ওপর তা চাপিয়ে দেয়ার যে চেষ্টা ইসরাইল শুরু থেকে করে আসছে তা গাজাবাসী মেনে নেয়নি বলে আব্দুল মালেক আল-হুথি উল্লেখ করেন।  লেবানন-ইসরাইল সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন হুথি আনসারুল্লাহ নেতা।  তিনি বলেন, লেবাননে আগ্রাসন চালালে ইসরাইল এমন পরিস্থিতির স্বীকার হবে যা সে কোনোদিন কল্পনা করেনি।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৮