আলোচনার দাবিতে সরব বিরোধীরা, মুলতুবি অধিবেশন
(last modified Fri, 28 Jun 2024 10:01:14 GMT )
জুন ২৮, ২০২৪ ১৬:০১ Asia/Dhaka
  • আলোচনার দাবিতে সরব বিরোধীরা, মুলতুবি অধিবেশন

নিট ইস্যুতে ভারতের লোকসভা উত্তাল হয়ে উঠলে আজকের অধিবেশন মুলতুবি করা হয়। রাষ্ট্রপতির ভাষণের পরদিনই নিট ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা।

বিরোধীরা নিট ইস্যুতে আলোচনার দাবিতে সরব হতেই দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিরোধীদের বিক্ষোভের মুখে বাধ্য হয়ে আজকের দিনের পুরো অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয়। 

বিরোধীদের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত নিট ইস্যু। এর সঙ্গে জড়িয়ে  রয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। অন্য সব এজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনার দাবি জানায় বিরোধীদল। কিন্তু সরকার পক্ষ তা মানতে রাজী না হওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট।

এদিকে, লোকসভার ডেপুটি স্পিকার পদটি নিয়ে ইন্ডিয়া জোটের দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে। ডেপুটি স্পিকার পদটিও এনডিএ সরকার নিতে চাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে পদটি এনডিএর হাতে থাকবে নাকি জোটের অন্য শরিকদের দেয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান হয়নি বলে  জানায় সংবাদমাধ্যমটি। 

উল্লেখ্য, সাধারণত, স্পিকার নির্বাচনের সাতদিনের মধ্যে ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী, ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয়। কিন্তু নরেন্দ্র মোদি সরকার গত পাঁচ বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। বস্তুত বিরোধীরা মনে করছে, ডেপুটি স্পিকার পদটি না দিয়ে আগের পাঁচ বছর তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 

ডেপুটি স্পিকার পদে বিরোধীদের কাউকে বসানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের মধ্যে। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। #

পার্সটুডে/জিএআর/জিএআর/২৮