দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া
(last modified Mon, 08 Jul 2024 12:12:11 GMT )
জুলাই ০৮, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজা-গুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়াকে ‘উস্কানি’ হিসেবে উল্লেখ করে এর জন্য ‘কঠোর পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছে।

দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে’ জানিয়েছিল, দেশটি উত্তর কোরিয়া সীমান্তে তাজা-গুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিয়ংইয়ং ও সিউল ২০১৮ সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইও জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার ওই মহড়া ‘ক্ষমার অযোগ্য উস্কানি’। তিনি আরো বলেন, প্রশ্ন হচ্ছে, শত্রু  কেন উত্তর কোরিয়া সীমান্তের কাছে মহড়া চালাল?

ইও জেং বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইয়েয়াল সেদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহড়া শুরু করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করার জন্য ১০ লাখের বেশি স্বাক্ষরদাতা আবেদন জানিয়েছেন।

পার্সটুডে/এমএমআই/জিএআর/৮