‘আল-আকসা স্টর্ম ইসরাইলের ধ্বংসের পথ রচনা করেছে’
https://parstoday.ir/bn/news/event-i139428-আল_আকসা_স্টর্ম_ইসরাইলের_ধ্বংসের_পথ_রচনা_করেছে’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামীরা যে অপারেশন আল-আকসা স্টর্ম অভিযান পরিচালনা করেছে তা মূলত ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের পথ রচনা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০২৪ ১১:৩২ Asia/Dhaka
  • ‘আল-আকসা স্টর্ম ইসরাইলের ধ্বংসের পথ রচনা করেছে’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামীরা যে অপারেশন আল-আকসা স্টর্ম অভিযান পরিচালনা করেছে তা মূলত ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের পথ রচনা করেছে।

গতকাল (সোমবার) লেবাননের রাজধানী বৈরুতে শোকাবহ মহররম মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন শেখ নাঈম কাসেম। তিনি বলেন, আল-আকসা স্টর্ম অভিযানের আদলে যে ভূমিকম্প হয়ে গেছে তাতে ইসরাইলি শত্রুদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এই মহান আত্মত্যাগ এবং বীরত্বগাথা সমীকরণ বদলে দেবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে আকস্মিকভাবে ঐতিহাসিক আল-আকসা স্টর্ম অভিযান চালায়। এতে বহু ইহুদিবাদী নিহত হয় এবং অনেককে আটক করে প্রতিরোধ যোদ্ধারা গাজায় নিয়ে যায়। 

এরপর থেকে ইহুদিবাদী সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার প্রতিরোধ যোদ্ধারা এ অবস্থা মোকাবেলা করে ইসরাইল-বিরোধী লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৯