ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/event-i139438-ইসলামী_প্রজাতন্ত্র_ইরান_মার্কিন_শক্তিকে_পঙ্গু_করে_দিয়েছে_আইআরজিসি_প্রধান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৯, ২০২৪ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে: আইআরজিসি প্রধান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। 

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ নগরীতে গতকাল (সোমবার) দেয়া এক বক্তৃতায় মেজর জেনারেল হোসেইন সালামি একথা বলেন। তিনি বলেন, দুই বা তিন দশক আগের আমেরিকার সাথে বর্তমান আমেরিকার পরিস্থিতি তুলনা করার যোগ্য নয়। 

তিনি বলেন, ১৯৭৯ সালের নভেম্বর মাসে ইরানের শিক্ষার্থীরা তেহরানে মার্কিন দূতাবাস দখলের যে ঘটনা ঘটিয়েছিল সেটা ছিল একসময় কল্পনারও বাইরে। কিন্তু আমরা আমেরিকার শক্তি খর্ব করেছি। আমেরিকা ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ইসলামী বিপ্লবের প্রভাবের কারণে ধীরে ধীরে সে তার শক্তি হারিয়েছে।

জেনারেল সালামি তার বক্তৃতায় বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ইরানের তেল যখন চুরি করতে গেছে আমেরিকা, তখন তেহরান ঠিকই প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা নিয়েছে। 

জেনারেল সালামি বলেন,জিব্রাল্টার প্রণালীতে তারা আমাদের জাহাজ আটক করেছে, আমরা এখানে তাদের জাহাজ জব্দ করেছি এবং এর মধ্য দিয়ে তারা যা করেছে সেজন্য তাদেরকে অনুতপ্ত হতে বাধ্য করেছি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯