সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষীকে হত্যা করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i139454-সাইয়্যেদ_হাসান_নাসরুল্লাহর_সাবেক_দেহরক্ষীকে_হত্যা_করল_ইসরাইল
সিরিয়া-লেবানন সীমান্তে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা সাইয়্যদ হাসান নাসরুল্লাহর একজন সাবেক দেহরক্ষীকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১১:২০ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষীকে হত্যা করল ইসরাইল

সিরিয়া-লেবানন সীমান্তে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা সাইয়্যদ হাসান নাসরুল্লাহর একজন সাবেক দেহরক্ষীকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইয়াসির নিমের কারবাশ নামক ওই নিরাপত্তা কর্মকর্তা এক ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। তবে এ সংক্রান্ত আর কোনো তথ্য জানায়নি হিজবুল্লাহ।

সিরিয়া-লেবানন সীমান্তবর্তী এলাকায় একটি গাড়িতে ইসরাইল ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ ওই বিবৃতি প্রকাশ করে।

লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত ও তাদের গাড়ির চালক গুরুতর আহত হন।

ইহুদিবাদী ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে লেবাননে বিমান হামলা নজিরবিহীনভাবে বৃদ্ধি করেছে।

হিজবুল্লাহ নেতার সাবেক দেহরক্ষীকে হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরাইল অভিমুখে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এতে দুই ইহুদিবাদী নিহত হয়।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।