১২ বছর পর সিরিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান নামলো রিয়াদে
https://parstoday.ir/bn/news/event-i139480-১২_বছর_পর_সিরিয়ান_এয়ারলাইন্সের_যাত্রীবাহী_বিমান_নামলো_রিয়াদে
সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ১২ বছর পর সিরিয়ার বিমান সৌদি আরবে নামলো। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • ১২ বছর পর সিরিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান নামলো রিয়াদে

সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ১২ বছর পর সিরিয়ার বিমান সৌদি আরবে নামলো। 

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (বুধবার) সিরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান কিছু যাত্রী নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে সৌদি আরব ও সিরিয়ার মাঝে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো। 

সৌদি আরবে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আয়মান সুসান বলেছেন, দুই ভাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে সম্পর্কের যে উন্নতি হচ্ছে তার অংশ হিসেবে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট চালু করা হলো।

গত সোমবার সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চলতি বছর সিরিয়া থেকে সৌদি আরবে ৯৭টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে জেদ্দা এবং পবিত্র মদিনা শহরে ১১ হাজার হাজিকে পরিবহন করা হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১০