গাজার সমর্থনে ইয়েমেনে এ যাবতকালের বৃহত্তম বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i139554-গাজার_সমর্থনে_ইয়েমেনে_এ_যাবতকালের_বৃহত্তম_বিক্ষোভ
অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল (শুক্রবার) ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সা’দা ও রাজধানী সানাসহ সারাদেশের প্রতিটি শহর ও জনপদে ইসরাইলবিরোধী বিক্ষোভ হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৩, ২০২৪ ১১:৩২ Asia/Dhaka
  • গাজার সমর্থনে ইয়েমেনে এ যাবতকালের বৃহত্তম বিক্ষোভ

অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল (শুক্রবার) ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সা’দা ও রাজধানী সানাসহ সারাদেশের প্রতিটি শহর ও জনপদে ইসরাইলবিরোধী বিক্ষোভ হয়েছে।

সানায় শুক্রবার এ যাবতকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞোর নিন্দা জানিয়ে স্লোগান দেন। 

সমাবেশে হুথি আনসারুল্লাহ নেতারা

এসব স্লোগানের মধ্যে ছিল ‘আমরা গাজার সঙ্গে আছি’, ‘আমরা আমেরিকা ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব’ ইত্যাদি। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়ার পাশাপাশি গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ অভিযানগুলোর প্রশংসা করেন।

গত বছরের অক্টোবর মাসে গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদশন করে আসছেন। 

গতকালের বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ ও অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, গাজাবাসীর সমর্থনে লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে। 

ইয়েমেনের বিক্ষোভকারীদের বিবৃতিতে বলা হয়, “আমরা আপনাদের একথা নিশ্চিত করছি যে, আপনারা চলমান যুদ্ধে একা নন, আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে আছি। আমরা আমাদের কঠোর অবস্থান থেকে একচুলও নড়ব না।”

বিবৃতিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইরাক ও লেবানন থেকে ইসরাইল বিরোধী যেসব অভিযান চালানো হচ্ছে তারও প্রশংসা করা হয়। আরো প্রশংসা করা হয় আমেরিকা ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ইসরাইল বিরোধী বিক্ষোভেরও। ইয়েমেনের বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে ইসরাইলি পণ্য বয়কট চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন