ইসরাইল উত্তেজনা বাড়ালে 'বিধ্বংসী' আঞ্চলিক যুদ্ধ শুরু হবে
https://parstoday.ir/bn/news/event-i139576-ইসরাইল_উত্তেজনা_বাড়ালে_'বিধ্বংসী'_আঞ্চলিক_যুদ্ধ_শুরু_হবে
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বাউ হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেয়ার পর এই হুঁশিয়ার উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ১৩, ২০২৪ ১৬:৫২ Asia/Dhaka
  • ইসরাইল উত্তেজনা বাড়ালে 'বিধ্বংসী' আঞ্চলিক যুদ্ধ শুরু হবে

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বাউ হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেয়ার পর এই হুঁশিয়ার উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরাইলের জন্য ধ্বংসাত্মক হবে না বরং তা প্রতিবেশী জর্দান ও সিরিয়ার জন্যও ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে পরিগণিত হবে। ওয়াশিংটন সফরের সময় আল-মনিটর নিউজ ওয়েবসাইটকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন এই যুদ্ধ হবে ভয়াবহ। 

সংলাপ এবং শান্ত থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভর করছে। 

বাউ হাবিব সুস্পষ্ট করে বলেন, যদি লেবাননের ওপর ইসরাইল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধে বাইরের পক্ষগুলো জড়িয়ে যাবে। ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেয়া উচিত। 

বাউ হাবিব আরো বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যেকোনো পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে লেবানন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৩