এরদোগানের তীর্যক মন্তব্য
‘ইসরাইলি যুদ্ধাপরাধে জড়িত মার্কিন সরকার, তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে’
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরাইল গাজার বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করছে হোয়াইট হাউস। ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার অবকাশে তুর্কি প্রেসিডেন্ট নিউজ উইককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইসরাইল গাজার বেসামরিক স্থাপনার ওপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।
এরদোগান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের ওপর হামলা, অ্যাম্বুলেন্স, বাজার, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং যে সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানে ইসরাইলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাতে পারছে।
ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ জন্য চালিয়ে আসে তার বিরুদ্ধে ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক দফায় দফায় নিন্দা জানিয়েছে এবং পশ্চিমা সরকারগুলোর সমর্থনে এই আগ্রাসন চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেছে। ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে বলেও তুর্কি সরকার ঘোষণা দিয়েছে।
এখন নিউজ উইকের সাথে সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একই সাথে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে সে প্রশ্নের জবাব কেউ দিচ্ছেন না।#
পার্সটুডে/এসআইবি/১৩