বিধানসভা উপনির্বাচনে ৪-০ জয়ের পর উচ্ছ্বসিত মমতা
https://parstoday.ir/bn/news/event-i139586-বিধানসভা_উপনির্বাচনে_৪_০_জয়ের_পর_উচ্ছ্বসিত_মমতা
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব মানুষকেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০২৪ ১৮:৪৮ Asia/Dhaka
  • বিধানসভা উপনির্বাচনে ৪-০ জয়ের পর উচ্ছ্বসিত মমতা

ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব মানুষকেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ(শনিবার) বিকেলে মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে মমতা বলেন, “অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি।কিন্তু মানুষই সব রুখে দিয়েছেন ফলে পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের।”

তূণমূলের বিশাল জয়

মুখ্যমন্ত্রীর আরো বলেন, তৃণমূলের “সামাজিক দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে।” লোকসভা এবং চার কেন্দ্রে উপনির্বাচনের এই জয় আগামী ২১ জুলাই ‘শহিদদের’ উৎসর্গ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, উপনির্বাচনের মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি।

পশ্চিমবঙ্গের চার কেন্দ্র ছাড়াও দেশের ছয় রাজ্যের নয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল গত বুধবার। ১৩টি আসনের মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ঝুলিতে ১০টি। আর শাসক জোট এনডিএ-র ঝুলিতে ২টি।

এ প্রসঙ্গে মমতা বলেন, 'সারা ভারতেই আমি শুনেছি, বিজেপি পর্যুদস্ত হয়েছে। গোটা দেশে বিজেপি বিরোধী ট্রেন্ড দেখা যাচ্ছে।'#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩