‘ইসরাইলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি তিক্ত আঞ্চলিক ঘটনাবলীর মূল কারণ’
https://parstoday.ir/bn/news/event-i139632-ইসরাইলের_উপস্থিতি_এবং_পশ্চিমাদের_ধ্বংসাত্মক_নীতি_তিক্ত_আঞ্চলিক_ঘটনাবলীর_মূল_কারণ’
ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতিই হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান তিক্ত ঘটনাবলীর মূল কারণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশহাতের সাথে গতকাল (রোববার) এক টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২৪ ১৪:১৮ Asia/Dhaka
  • ‘ইসরাইলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি তিক্ত আঞ্চলিক ঘটনাবলীর মূল কারণ’

ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতিই হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান তিক্ত ঘটনাবলীর মূল কারণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশহাতের সাথে গতকাল (রোববার) এক টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার বিপরীতে ইয়েমেনের জনগণ ও নেতৃত্ব যে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি বলেন, ইয়েমেনের জনগণ সমস্ত সাহস নিয়ে এই যুদ্ধে যুক্ত হয়েছে এবং তারা সম্পূর্ণভাবে আস্থা রাখে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ এবং অন্য সমস্ত মুক্তিকামী দেশ এই চরম দুঃসময়ে ফিলিস্তিনিদের জন্য ইয়েমেনের ভূমিকার প্রতি সমর্থন জানাবে। 

গাজার চলমান পরিস্থিতিতে যেসব মুসলিম দেশ ইসরাইলের বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনা করছে এবং বিবৃতি দিচ্ছে তাদের কটাক্ষ করে পেজেশকিয়ান বলেন, তাদের স্বার্থ রক্ষার জন্যই শুধুমাত্র এই বিবৃতি দেয়া হচ্ছে। 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পেজেশকিয়ানকে অভিনন্দন জানানোয় আনসারুল্লাহ নেতা মাশহাতকে কৃতজ্ঞতা জানান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি আশা করেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়া হবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে। 

ফোনালাপে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান আবারো ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই নির্বাচনের বিজয়কে ইরানির জনগণ এবং ইসলামী বিপ্লবের বিজয় বলে গণ্য করা হচ্ছে। একই সাথে ফিলিস্তিনিদের প্রতি ইরানের পক্ষ থেকে দৃঢ় সমর্থন দেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে ধন্যবাদ জানান মাহদি আল-মাশহাত।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫