‘ইউক্রেন সংঘাতের মূল কারণ দূর করতে হবে’
https://parstoday.ir/bn/news/event-i139690-ইউক্রেন_সংঘাতের_মূল_কারণ_দূর_করতে_হবে’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপ এবং চলমান ইউক্রেন সংঘাতের পেছনে যে সমস্ত মূল কারণ রয়েছে সেগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৭, ২০২৪ ১০:২৫ Asia/Dhaka
  • ‘ইউক্রেন সংঘাতের মূল কারণ দূর করতে হবে’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপ এবং চলমান ইউক্রেন সংঘাতের পেছনে যে সমস্ত মূল কারণ রয়েছে সেগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি একথা বলেন।

ল্যাভরভ স্পষ্ট করে বলেন, মস্কো এবং কিয়েভের মধ্যকার অচলাবস্থা দূর করতে হলে রাশিয়ার নিরাপত্তার বিষয়ে পশ্চিমাদের পক্ষ থেকে যে ঝুঁকি তৈরি হয়েছে তাও দূর করতে হবে। রাশিয়ার শীর্ষ এ কূটনীতিক বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিভাবে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যাবে তার রূপরেখা এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থাপন করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যাতে বিশ্বে ন্যায়বিচার ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসে। তিনি বলেন, একটি বহুমুখী বিশ্বের আর্থিক বা মুদ্রা নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ও প্রযুক্তিতে কোনো দেশের একচেটিয়া অধিকার থাকা উচিত নয়। 

গত জুন মাসে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, বৃহত্তর ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করতে হবে। রাশিয়ার ভূখণ্ড বলতে তিনি দোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলকে বুঝিয়েছেন। 

এর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে ইউক্রেন যোগ দিতে পারবে না বলেও শর্ত দিয়েছেন পুতিন। তিনি আরো বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যেকোন চূড়ান্ত চুক্তিতে পশ্চিমা দেশগুলোকে সই করতে হবে এবং রাশিয়ার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্টের এই শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।