ওমানে মসজিদের কাছে গুলি: নিহত বেড়ে ৬, দায়েশের দায় স্বীকার
https://parstoday.ir/bn/news/event-i139706-ওমানে_মসজিদের_কাছে_গুলি_নিহত_বেড়ে_৬_দায়েশের_দায়_স্বীকার
ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। গত সোমবারের ওই হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই প্রবাসী পাকিস্তানি। নিহতদের মধ্যে একজন পুলিশও আছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৭, ২০২৪ ১৭:৩০ Asia/Dhaka
  • তিন দায়েশ সন্ত্রাসী
    তিন দায়েশ সন্ত্রাসী

ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। গত সোমবারের ওই হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই প্রবাসী পাকিস্তানি। নিহতদের মধ্যে একজন পুলিশও আছেন।

এদিকে, বর্বরোচিত এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা আইএস। আইএসের আমাক নিউজ এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, তাদের তিনজন সদস্য মেশিনগান নিয়ে হামলা চালিয়েছে।

পবিত্র আশুরা সামনে রেখে সোমবার মাসকাটের আল-ওয়াদি আল-কাবির এলাকার হযরত আলী বিন আবি তালিব মসজিদের অদূরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই হামলার জবাব দেওয়া হয়েছে বলে ওমানের রাজকীয় পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "তিনজন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে উদ্ধারকারী ও প্যারামেডিক সদস্য আছেন।"

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটের ওয়াদি আল-কবির এলাকায় ‘সন্ত্রাসী হামলায়’ চার পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- গুলাম আব্বাস, হাসান আব্বাস, সাইয়্যেদ কাইসার আব্বাস ও সুলাইমান নাওয়াজ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭