হামাসের সঙ্গে বন্দি বিমিনয় চুক্তি সই করতে ইসরাইলি সেনাপ্রধানের আহ্বান
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হার্জেই হালেভি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করতে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।
হিব্রু ওয়েবসাইট "ওয়ালা" জানিয়েছে, ইসরাইলি সামরিক কমান্ডারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় এই আহ্বান জানান হালেভি।
ইসরাইলের এই সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেন, যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বিশেষ করে সেনাবাহিনীর বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বন্দি বিনিময় চুক্তি সই করা জরুরি। ইসরাইলি বাহিনীর অপরাধযজ্ঞ বন্ধে কোনো প্রচেষ্টাই এখন পর্যন্ত কাজে আসেনি। ইসরাইলি বাহিনী নির্বিচারে নারী ও শিশু হত্যা অব্যাহত রেখেছে।
সম্প্রতি রাফাহ শহরে গিয়ে নেতানিয়াহু বলেছিলেন, মৃত হোক আর জীবিত হোক- সব বন্দিকে ফিরিয়ে নেয়ার এখনি সময়। এ লক্ষ্যে তিনি চাপ বাড়ানোর কথা বলেন।
হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করতে নেতানিয়াহুর ওপর চাপ ক্রমেই বাড়ছে। তবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যৌক্তিক কোনো সমাধানের পথে এগোচ্ছে চাইছে না যুদ্ধবাজ নেতানিয়াহু।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।