ইয়েমেনি হুথিদের হামলার পর ইসরাইলে আর নিরাপদ স্থান নেই: চ্যানেল টুয়েন্টি ফোর
দখলদার ইসরাইলের চ্যানেল টুয়েন্টি ফোর জানিয়েছে, তেল আবিবে ইয়েমেনিদের ড্রোন হামলার ঘটনা ইসরাইলি সামরিক বাহিনীর জন্য বড় ধরণের পরাজয়।
টিভি চ্যানেলটি তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলেছে, এই ঘটনার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে ইসরাইলের কোথাও আর নিরাপদ স্থান নেই। এটি যেমন সামরিক ব্যর্থতাকে তুলে ধরেছে তেমনি সরকারের তথ্য সরবরাহ ব্যবস্থারও বড় ধরণের অক্ষমতাকে সামনে এনেছে। কারণ এই খবরটি প্রকাশ করতে তাদের দুই ঘণ্টা সময় লেগেছে।
গতকাল শুক্রবার দখলদার ইসরাইলের তেল আবিবে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। এর ফলে একজন জায়নিস্ট (ইহুদিবাদী) নিহত ও ১০ জন আহত হয়েছে।
ইয়েমেনিদের ড্রোন হামলার খবরের সত্যতা স্বীকার করে ইসরাইল বলেছে, ড্রোনটি কীভাবে তেল আবিবের আকাশে প্রবেশ করল এবং কেন সেটিকে ধ্বংস করার জন্য পদক্ষেপ নেওয়া গেল না তা তদন্ত করে দেখা হচ্ছে। ড্রোনটি তেল আবিবে প্রবেশ করার পরও কোনো ধরনের সাইরেন বাজেনি বলে ইসরাইলি কর্তৃপক্ষ স্বীকার করেছে।
অবশ্য ইসরাইলি কর্তৃপক্ষের কৌতূহলের জবাব দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, নতুন ধরণের ড্রোনের সাহায্যে তেল আবিবে আঘাত হানা হয়েছে। নতুন এই ড্রোন সব ধরণের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এ কারণেই ইসরাইল ড্রোনটিকে শনাক্ত করতে পারেনি এবং ড্রোন প্রবেশের পর কোনো ধরণের সাইরেনও বাজেনি। #
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।