বাংলাদেশে ইন্টারনেট চালু হতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে: জুনাইদ আহমদ পলক
(last modified Tue, 23 Jul 2024 09:08:03 GMT )
জুলাই ২৩, ২০২৪ ১৫:০৮ Asia/Dhaka
  • বাংলাদেশে ইন্টারনেট চালু হতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে: জুনাইদ আহমদ পলক

বাংলাদেশে ইন্টারনেট সেবা কখন চালু হতে পারে তা জানার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এর আগে গতকাল (সোমবার) প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।

এদিকে, বাংলাদেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

তিনি বলেছেন, সোমবার (২২ জুলাই) রাতে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হয়নি।

আজ গণমাধ্যমের সাথে আলাপকালে ইমদাদুল হক জানান, দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হলে সবার আগে সংযোগদাতারা জানবেন। তারপর গ্রাহকরা জানবেন। আমরা তো এ সম্পর্কে কিছুই জানি না। গ্রাহকরা এমন তথ্য কোথায় পেলেন?

তিনি বলেন, আমরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে পরিদর্শন করে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখব। মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড সংযোগ সচল করার। তবে, সঞ্চালন লাইন যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে হয়তো সময় লাগবে বলে জানান তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

ট্যাগ