নেপালে বিমান দুর্ঘটনায় ১৮ আরোহীর মৃত্যু, পাইলট হাসপাতালে ভর্তি
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, আজ (বুধবার) সকাল ১১টার দিকে ক্রুসহ ১৯ জন আরোহী নিয়ে বিমানটি কাঠমাণ্ডুর বিমানবন্দর থেকে পোখরা নগরীর উদ্দেশে উড্ডয়নের সময় রানওয়েতে ছিটকে পড়ে। এসময় আগুন ধরে বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকে একটি নিচু অংশে পড়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের পাইলট এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাইলটের চোখে আঘাত রয়েছে তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ ছিলেন।
২০১০ সাল থেকে গত ১৪ বছরে নেপালে অন্তত ১২টি বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান উড্ডয়নের পরে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। তারা সবাই মারা যান।#
পার্সটুডে/এমএআর/২৪