তেহরান প্রদেশের ১২,০০০ শহীদের স্মরণে সম্মেলন অনুষ্ঠিত
শক্তিশালী ইরানের সঙ্গে যে লড়তে আসবে সে পরাজিত হবে: আইআরজিসি
-
মেজর জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ সামরিক দিক দিয়ে এতটা শক্তিশালী হয়েছে যে, দেশটির সঙ্গে লড়াই করার সাহস কারো নেই।
ইরানের ওপর ১৯৮০’র দশকে ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে তেহরান প্রদেশ থেকে শাহাদাতপ্রাপ্ত ১২,০০০ শহীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেনারেল সালামি বলেন, ‘শক্তিশালী’ ইরানের সঙ্গে যে লড়তে আসবে তাকে পরাজিত ও অপমানিত হতে হবে। রাজধানী তেহরানের অদূরে বেহেশতে জাহরায় অবস্থিত ইসলামি ইরানের স্থপতি ইমাম খোমেনীর (রহ.) মাজারে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, শত্রুরা আজ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের সামনে অসহায় হয়ে পড়েছে। প্রতিরোধ ফ্রন্ট ইরানের সহযোগিতা নিয়ে আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে বলে তিনি মন্তব্য করেন।
তেহরান প্রদেশের ১২,০০০ শহীদের স্মরণে আয়োজিত সম্মেলনে ইরানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি প্রাদেশিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৬