ইরানি গবেষকের উদ্ভাবিত ড্রপের মাধ্যমে চোখের প্রদাহের চিকিৎসা
https://parstoday.ir/bn/news/event-i140022-ইরানি_গবেষকের_উদ্ভাবিত_ড্রপের_মাধ্যমে_চোখের_প্রদাহের_চিকিৎসা
পার্সটুডে- একজন ইরানি গবেষক চোখের প্রদাহ নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকর একটি চোখের ড্রপ আবিষ্কার করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২৪ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইরানি গবেষকের উদ্ভাবিত ড্রপের মাধ্যমে চোখের প্রদাহের চিকিৎসা
    ইরানি গবেষকের উদ্ভাবিত ড্রপের মাধ্যমে চোখের প্রদাহের চিকিৎসা

পার্সটুডে- একজন ইরানি গবেষক চোখের প্রদাহ নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকর একটি চোখের ড্রপ আবিষ্কার করেছেন।

চোখের প্রদাহ বিশ্বব্যাপী অন্ধত্বের অন্যতম প্রধান কারণ এবং কর্টিকোস্টেরয়েড ড্রপকে এর প্রধান চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয়। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, ইরানি গবেষক রেজা দানা’র সহযোগিতায় একদল গবেষক একটি আই ড্রপ উদ্ভাবন করেছেন যা চোখের মিউসিনকে লক্ষ্যবস্তু করতে এবং উন্নত থেরাপিউটিক কার্যকারিতার সঙ্গে ড্রপটিকে সঠিক স্থানে পৌঁছে দিতে সক্ষম।

মিউসিন বা লাইসিন হল উচ্চ আণবিক ভরসহ প্রোটিনের একটি গ্রুপ এবং এতে অনেক গ্লাইকোসিল থাকে। গবেষণায় দেখা গেছে, এই পণ্যটি চোখের ড্রপের নিবিড় প্রেসক্রিপশনের প্রয়োজনীয়তা দূর করতে এবং কর্নিয়ার প্রদাহের জন্য একটি নিরাপদ এবং কার্যকর সমাধান প্রদান করতে পারে।

শারীরতত্ত্বীয় এবং শারীরবৃত্তীয় বিভিন্ন বাধার কারণে চোখের টিস্যুতে প্রদাহবিরোধী ওষুধ ঠিকমতো পৌঁছে দেয়া কঠিন ব্যাপার। চিকিৎসকরা দিনের মধ্যে বহুবার চোখের ড্রপ ব্যবহারের নির্দেশ দেয়ার কারণে কখনও কখনও রোগী বিরক্ত হয়ে চিকিত্সার সঠিক প্রক্রিয়া অনুসরণ করে না।

এখানে উল্লেখ করা যায় যে, পশ্চিমাদের অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের মোট বিজ্ঞান উৎপাদনের দুই শতাংশ ইরানে উৎপাদিত হয়, যা মুসলিম দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতির কারণে ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের অন্যতম সেরা চিকিৎসা বলয় হিসেবে চিহ্নিত হয়েছে।

এর আগে, ইরানী গবেষকরা অপ্টিমাইজড রিকম্বিন্যান্ট ভাইরাল ভেক্টর উদ্ভাবনের মাধ্যমে বংশগত রোগ ‘রেটিনাইটিস পিগমেন্টোসা’ রোগীদের অন্ধত্ব প্রতিরোধে সফল হন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।