‘ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরাইলি হামলার কঠোর জবাব আসছে’ 
(last modified Sun, 28 Jul 2024 11:33:54 GMT )
জুলাই ২৮, ২০২৪ ১৭:৩৩ Asia/Dhaka
  • ‘ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরাইলি হামলার কঠোর জবাব আসছে’ 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আলী আল-হুথি। 

তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল লোহিত সাগরে অবস্থিত হুদাইদা বন্দরে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর জবাব আসছে। সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি কঠোর জবাবের যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেই জবাব আসছে। 

আলী আল-হুথি বলেন, আমরা বলি না যে, আরব শাসকদের হাতে যেসব গোলাবারুদ রয়েছে বলে তারা দাবি করে, তেমনটা আমাদের হাতে আছে তা সত্ত্বেও এটি গাজায় আমাদের ভাইদের সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না।

তিনি বলেন, হুথি সমর্থিত সামরিক বাহিনীর জবাব হবে তাদের সামরিক সক্ষমতা এবং সরঞ্জামের আলোকে। গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গণহত্যার ব্যাপারে আরব শাসকদের নীরবতা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন আলী আল-হুথি। তিনি প্রশ্ন রাখেন, যখন গাজার ভাই-বোনদেরকে ইসরাইল হত্যা করছে তখন কোথায় আপনাদের জাতীয় নিরাপত্তা এবং কোথায়ি আপনাদের প্রতিক্রিয়া?#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮

ট্যাগ