দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ
ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা, এক ইহুদিবাদী নিহত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এতে ইহুদিবাদী ইসরাইলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের গ্যালিলি অঞ্চলের একটি ইহুদিবাদী কমান্ড সেন্টারে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। এই হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম নিশ্চিত করেছে।
এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের হিললেল সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনী গতকাল দক্ষিণ লেবাননের জিবচিট গ্রামে যে হামলা চালিয়েছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া, ইসরাইলের জাল আল-আলম সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবার্ষণ করেছে।
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে আসছে। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকেই ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিয়মিতভাবে ইসরাইলের ভেতরে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ সুস্পষ্ট করে বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের ভেতরে তাদের হামলা অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১