মৃত্যু বেড়ে ১৫৬, বহু নিখোঁজ: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে
https://parstoday.ir/bn/news/event-i140136-মৃত্যু_বেড়ে_১৫৬_বহু_নিখোঁজ_যুদ্ধকালীন_তৎপরতায়_উদ্ধার_কাজ_চলছে
ভারতের কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ তে। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত এ হতাহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩১, ২০২৪ ১৩:০৭ Asia/Dhaka
  • মৃত্যু বেড়ে ১৫৬, বহু নিখোঁজ: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে

ভারতের কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ তে। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত এ হতাহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।

শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকালই সেনাবাহিনী নামানো হয়েছিল। অস্থায়ী সেতু বানিয়ে এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছি সেনাবাহিনী।

তবে এরই মধ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবাহওয়া দপ্তর। ফলে উদ্ধারকাজে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে,  দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় আজ (বুধবার) সব স্কুল কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে প্রশাসন সূত্রের খবর।

রাজ্যে দু’দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন পিনারাই বিজয়নের সরকার। অন্য দিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশির ভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/জিএআর/৩১