ইসরাইলের সাম্প্রতিক অপরাধের শাস্তি দিতে প্রতিরোধ ফ্রন্ট দৃঢ়প্রতিজ্ঞ
https://parstoday.ir/bn/news/event-i140168-ইসরাইলের_সাম্প্রতিক_অপরাধের_শাস্তি_দিতে_প্রতিরোধ_ফ্রন্ট_দৃঢ়প্রতিজ্ঞ
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০১, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • ইসরাইলের সাম্প্রতিক অপরাধের শাস্তি দিতে প্রতিরোধ ফ্রন্ট দৃঢ়প্রতিজ্ঞ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের মঙ্গলবারের হামলায় ইরানের সামরিক উপদেষ্টা মিলাদ বিদির স্মরণে আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বার্তায় এসব কথা বলেছেন জেনারেল সালামিইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের সাথে মিলাদ বিদি শহীদ হন। 

ইরান, ইসলামী বিপ্লব, বিপ্লবী সরকার এবং দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মিলাদ বিদির ভূমিকার প্রশংসা করেন জেনারেল সালামি। তিনি বলেন, "জল্লাদ, অপরাধী এবং দখলদার" ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সাথে সহযোগিতা করার জন্য বিদির প্রচেষ্টা চিরকাল মনে থাকবে এবং উৎসাহী ইরানি তরুণদের, বিশেষ করে নতুন আইআরজিসি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

শনিবার অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরের ওপর রকেট হামলার সাথে ফুয়াদ শুকুর জড়িত ছিলেন বলে অভিযোগ তুলে ইসরাইল বৈরুতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। মাজদাল শামসে শনিবারের রকেট হামলায় ১২ জন নিহত হয়। হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা জোরালো ভাষায় নাকচ করেছে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`