ধ্বংসস্তূপে, কাদায় এখনও চাপা পড়ে অনেক দেহ, খুঁজছে ড্রোন
(last modified Fri, 02 Aug 2024 10:49:41 GMT )
আগস্ট ০২, ২০২৪ ১৬:৪৯ Asia/Dhaka
  • ধ্বংসস্তূপে, কাদায় এখনও চাপা পড়ে অনেক দেহ, খুঁজছে ড্রোন

ভারতের কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৮ জনে দাঁড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ৩০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁদের মধ্যে অনেকের সম্পূর্ণ দেহ উদ্ধার করা যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে মিলেছে দেহের খণ্ডিত অংশ।

ভূমিধসের পর থেকে গত চার দিনে ওয়েনাড় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখনও ড্রোনের মাধ্যমে মৃতদেহের সন্ধান চলছে। প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক কুকুরকেও এই কাজে ব্যবহার করা হচ্ছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আজ (শুক্রবার) জানিয়েছেন, এখন পর্যন্ত ওয়েনাড়ে মৃতের সংখ্যা ৩০৮। তার মধ্যে ১৯৫টি দেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ১১৩টি দেহাংশ পেয়েছেন উদ্ধারকারীরা। সেগুলিরও ময়নাতদন্ত করা হয়েছে। যদিও সরকারি খাতায় এখনও পর্যন্ত ১৯০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতের সংখ্যা ১৯০, নিখোঁজ ২০০-র বেশি মানুষ।

এদিকে,কেরলের ওয়েনাড় বিপর্যয় নিয়ে রিপোর্ট প্রকাশ করতে নিষেধ করে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেই নির্দেশিকা তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি বলেছেন, সরকারের নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বৃষ্টি আর ধসে হিমাচলে মৃত বেড়ে ৩৩, নিখোঁজ ৫০

হিমাচলে প্রাকৃতিক দুর্যোগ

এদিকে, প্রচণ্ড বৃষ্টি আর ধসে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এবং নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন। এর মধ্যেই  রিখটার স্কেলে ৩.২ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। তবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিমলার কাছে রামপুরে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হয়। নিরমন্ড, সেঞ্জ, মলানা এবং মান্ডির পধরে বহু বাড়ি ভেসে যায়। গত কয়েক দিন ধরেই হিমাচলের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টির ফলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। #

পার্সটুডে/জিএআর/২

ট্যাগ