‘হানিয়াকে হত্যার বিষয়ে ইরানের জবাব হবে নতুন ও আশ্চর্যজনক’ 
https://parstoday.ir/bn/news/event-i140260-হানিয়াকে_হত্যার_বিষয়ে_ইরানের_জবাব_হবে_নতুন_ও_আশ্চর্যজনক’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের উপদেষ্টা হোসেইন তায়েব বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া হবে নতুন এবং আশ্চর্যজনক।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৪, ২০২৪ ১৭:২৩ Asia/Dhaka
  • ‘হানিয়াকে হত্যার বিষয়ে ইরানের জবাব হবে নতুন ও আশ্চর্যজনক’ 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের উপদেষ্টা হোসেইন তায়েব বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া হবে নতুন এবং আশ্চর্যজনক।  

৩১ জুলাই রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিক্রিয়ায় তায়েব বলেন, হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নিতে তেহরানের দৃশ্যপট এখন ধারণা করা যাচ্ছে না। 

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থায় পড়েছে; তাদের মধ্যে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে ক্ষীণ ধারণা নেই। হোসেইন তায়েব বলেন, ইসরাইল এখন বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনিরাপদ।

আইআরজিসির এ উপদেষ্টা আরো বলেন, ইসরাইলের ক্ষমতাসীন দল এবং বিরোধীরাই বলছে দখলদার ইসরাইলের ধ্বংস আসন্ন। আমেরিকার আধিপত্যেরও অবসান হতে চলেছে বলে মন্তব্য করেন হোসেইন তায়েব।

গত ৩১ জুলাই ভোররাতে তেহরানে ইহুদিবাদী ইসরাইল হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যা করে। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার তেহরানে এসেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪