ইরান বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হয়ে থাকবে
(last modified Tue, 06 Aug 2024 04:00:16 GMT )
আগস্ট ০৬, ২০২৪ ১০:০০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর এক প্রতিক্রিয়ায় ইরান নিজেকে বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইরান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইরান আজীবন বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হয়ে থাকবে। তিনি গতকাল (৫ আগস্ট) তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেন।

বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শত শত নিরপরাধ মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। কানয়ানি বলেন, ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তেহরান বর্তমান ক্রান্তিলগ্নে বন্ধু ও ভ্রাতৃপ্রতীম বাংলাদেশি জনগণের পাশে রয়েছে।

বাংলাদেশের জনগণ এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সময়ে আইনের শাসন, ঐক্য, সংহতি বজায় রাখবে এবং নেতৃস্থানীয় লোকদের সহযোগিতায় দেশটিতে অবিলম্বে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ