‘ইরানে হামলা চালাতে ইরাকি আকাশসীমা ব্যবহার করলে পাল্টা ব্যবস্থা’
https://parstoday.ir/bn/news/event-i140520-ইরানে_হামলা_চালাতে_ইরাকি_আকাশসীমা_ব্যবহার_করলে_পাল্টা_ব্যবস্থা’
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বলেছে, মার্কিন বাহিনী যদি ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালায় তাহলে ইরাকি যোদ্ধাদের জবাবের কোনো সীমারেখা থাকবে না। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১২, ২০২৪ ১৩:১৪ Asia/Dhaka
  • ‘ইরানে হামলা চালাতে ইরাকি আকাশসীমা ব্যবহার করলে পাল্টা ব্যবস্থা’

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বলেছে, মার্কিন বাহিনী যদি ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালায় তাহলে ইরাকি যোদ্ধাদের জবাবের কোনো সীমারেখা থাকবে না। 

আজ (সোমবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। এতে বলা হয়েছে, “যেহেতু বলদর্পী বাহিনী বিভিন্ন দেশ এবং প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে নৃশংস ও বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারা ইরাকের সার্বভৌমত্বের তোয়াক্কা না করেই এই অঞ্চলের নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তার জন্য তাদের সমর্থন ও সুরক্ষা দিয়ে চলেছে সে কারণে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের অপরাধমূলক নীতি প্রত্যাখ্যান করছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরাকি প্রতিরোধ সমন্বয় কমিটি কোনো বিধিনিষেধের মধ্যে আবদ্ধ নয়। যদি মার্কিন দখলদার বাহিনী আবারো ইরাকে আমাদের সন্তানদের টার্গেট করে বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে তাহলে আমাদের প্রতিক্রিয়ার কোনো সীমারেখা থাকবে না।"

ইহুদিবাদী ইসরাইল ও ইরানের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে তখন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হুঁশিয়ারি দিল। চলমান উত্তেজনায় আমেরিকা ইরানকে শান্ত থাকার অনুরোধ করলেও সম্ভাব্য সংঘাতে ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।