পশ্চিমবঙ্গের আরজি করে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ
https://parstoday.ir/bn/news/event-i140650-পশ্চিমবঙ্গের_আরজি_করে_ভাঙচুরের_ঘটনায়_হাইকোর্টের_প্রশ্নের_মুখে_পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে আজ এ শুনানি হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৪ ১৭:২১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের আরজি করে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে আজ এ শুনানি হয়।

গত বুধবার হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। হামলার ফলে হাসপাতাল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার হলফনামা চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে।

 'পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না। জনতাকে ঠেকাতে পারছে না। আইনশৃঙ্খলা কী ভাবে রক্ষা করবে?” এমন প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

সোশাল মিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ না করার  দিয়েছেন নির্দেশ হাই কোর্টের প্রধান বিচারপতি। একই সঙ্গে সিবিআইকেও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

এদিকে, আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কাণ্ডে তোলপাড় শুরু হয়েছে গোটা ভারতজুড়ে। সবমহল থেকে প্রতিবাদের ঝড় বইছে। এরইমধ্যে তদন্তভার সিবিআই'র হাতে দেয়া হয়েছে। তদন্তের স্বার্থে হবে ডিজিটাল ম্যাপিং করার কথা বলেছে সিবিআই।

আরজি কর ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ।

অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইএর ওপর চাপ বাড়াতে আজ পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া দিনভর একাধিক কর্মসূচি পালন করেছে বিজেপির। বিজেপি নেতা শংকর ঘোষ শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।#

পার্সটুডে/জিএআর/১৬