রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিও প্রকাশ
মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিল রাশিয়া
ইউক্রেনে মোতায়েন আরো একটি মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) একটি ভিডিও প্রকাশ করেছে।
মন্ত্রণালয় বলছে, মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত আইআরআইএসটি প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েভকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে দিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি মাঠে দুটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি এএন/এমপিকিউ-৬৫ রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে। এরপর ক্ষেত্রটিতে একটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার বোমার সাহায্যে আঘাত করা হয়। এতে রাডার স্টেশন এবং পেট্রিয়ট লঞ্চার দুটিই ধ্বংস হয়ে যায়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭