আল-আকসা তুফান অভিযানের পর পালিয়েছে ১০ লাখ ইসরাইলি
https://parstoday.ir/bn/news/event-i140748-আল_আকসা_তুফান_অভিযানের_পর_পালিয়েছে_১০_লাখ_ইসরাইলি
ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল-আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লাখ ইসরাইলি পালিয়েছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৮, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • আল-আকসা তুফান অভিযানের পর পালিয়েছে ১০ লাখ ইসরাইলি

ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল-আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লাখ ইসরাইলি পালিয়েছে। 

ইসরাইলের চ্যানেল-টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব মানুষ ইসরাইলে এসেছিল তারা আবার সেইসব দেশে ফিরে গেছে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরাইল ছেড়েছে। 

এদিকে, সেন্টার ফর জিউশ ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা ২৯ ভাগ ইহুদিবাদী ইসরাইল ছাড়ার চিন্তা করছে এবং শতকরা ৭১ ভাগ আগামী দিনগুলোতে ইসরাইলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না। 

সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, শতকরা ৫০ ভাগ ইহুদিবাদী অপারেশন আল-আকসা স্টর্মে আহত হয়েছে অথবা আহত হয়েছে এমন কাউকে চেনে। এই সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮৪ ভাগ ইহুদিবাদী ইসরাইল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮