মাসুদ পেজেশকিয়ান ও আনোয়ার ইবরাহিমের ফোনালাপ
ইসরাইলের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের নিন্দা করল ইরান ও মালয়েশিয়া
-
আনোয়ার ইবরাহিম ও মাসুদ পেজেশকিয়ান
ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের নিন্দা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মালয়েশিয়া। গতকাল (সোমবার) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম ফোনালাপের সময় এই নিন্দা জানান।
দুই নেতা একমত পোষণ করেন যে, আমেরিকা এবং অন্য পশ্চিমা দেশগুলোর দেয়া সামরিক সহায়তা নিয়ে দখলদার ইসরাইল ফিলিস্তিনের বেসামরিক জনগণকে হত্যা করছে। পশ্চিমা দেশগুলোর এই ভূমিকা মানবাধিকার সম্পর্কে তাদের দাবির বিপরীত এবং গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দুর্বল করছে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী বিশেষ করে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দু পক্ষ ইসরাইলের অপরাধের বিরুদ্ধে লড়াই করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অবসান ঘটাতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এক্ষেত্রে ইসলামী সহেযাগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলন কার্যকর পদক্ষেপ হতে পারে।
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২০