নতুন অভিযান
ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালালো ইরাকি যোদ্ধারা
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে অভিযান চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন।
পিএমইউ বলেছে, ইসরাইলের উম্মুল রাশ রাশ বা এইলাত বন্দরের সামরিক অবস্থানে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালায়।
এর আগেও ইরাকি যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে আমলা চালিয়েছে। তারা বারবার বলছে, ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইরাক থেকে ইসরাইলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে হামলা অব্যাহত থাকবে।
ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। তবে ইরাক এবং সিরিয়াতে অবস্থিত ঘাঁটিগুলোকেই ইরাকি যোদ্ধারা প্রধানত লক্ষ্যবস্তুতে পরিণত করছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সরকার ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১