বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/event-i140882-বাংলাদেশ_ওয়ার্কার্স_পার্টির_সভাপতি_রাশেদ_খান_মেনন_গ্রেপ্তার
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকেল সোয়া ৫টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০২৪ ১৯:২৬ Asia/Dhaka
  • বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকেল সোয়া ৫টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন।

এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি বিস্তারিত কিছু জানায়নি।

বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২২