জুমার খোতবা:
আরবায়িনে হোসেইনির কোটি মানুষের মিছিল ইতিহাসে নজিরবিহীন: কাজেম সিদ্দিকী
সাহাব-তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন: আরবায়িনে হোসেইনি (সা.)-এর কয়েক মিলিয়ন মানুষের বিশাল মিছিল ইতিহাসে নজিরবিহীন।
২৫ আগস্ট ২০২৪ শিয়া মাজহাবের তৃতীয় ইমাম হযরত হোসাইন (আ) এবং তাঁর সঙ্গীদের শাহাদাতের চল্লিশতম দিন। এই দিন উপলক্ষ্যে যিয়ারতকারীরা আরবায়িনে হোসাইনি (আ) এর অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারবালা শহরে সমবেত হন।
সাইয়্যেদুশ শোহাদার আরবাইন দিবসের প্রাক্কালে কাজেম সিদ্দিকী আরও বলেন: সহৃদয় আধ্যাত্মিক ব্যক্তিদের আচরণে আরবাইনের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। পায়ে হেঁটে কারবালায় যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন: ইমাম হোসেইন (আ.)-এর অস্তিত্ব থেকে প্রেমিকদের মরুময় হৃদয়ে আধ্যাত্মিকতার এক মৃদু হাওয়া বয়ে যায়। কোটি মানুষের এই বিশাল মিছিল ইতিহাসে নজিরবিহীন বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।