ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করা ‘অসম্ভব’: আল-হুথি
https://parstoday.ir/bn/news/event-i141142-ইহুদিবাদী_ইসরাইলের_সঙ্গে_আপোষ_করা_অসম্ভব’_আল_হুথি
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি। এর কারণে হিসেবে তিনি বলেছেন, ইসরাইল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০২৪ ১৪:৪৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করা ‘অসম্ভব’: আল-হুথি

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি। এর কারণে হিসেবে তিনি বলেছেন, ইসরাইল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়।

আল-হুথি বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য  করেন। তিনি বলেন, “ইসরাইল এমন একটি শত্রু  যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না। কারণ, এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা।

আব্দুল মালিক আল-হুথি বলেন, উত্তর গাজার বানি সালেহ মসজিদে ঢুকে ইসরাইলি সেনারা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। তিনি বলেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি তাদের ঈমানে মারাত্মক ঘাটতি রয়েছে।

ইয়েমেনের হুথি নেতা বলেন, ইসরাইল যে পর্যায়ের পাশবিকতা ও নৃশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর। তিনি জেরুজালেম আল-কুদস শহরে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০